অনলাইন ডেস্ক : দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি না থাকলেও আগামীতে সংকটের সম্ভাবনা এড়াতে ৬ লাখ টন চাল ও গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সভায় ২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ৬৮ (১) ও পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২) মোতাবেক জি টু জি’র ভিত্তিতে চাল ও গম ক্রয়ের এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে এই মুহূর্তে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই; এরপরও আগামীতে যাতে সংকট না হয় এজন্য আমদানির সিদ্ধান্ত হয়েছে।