অনলাইন ডেস্ক : মাত্র ৩ দিন ১৪ ঘন্টায় পুরো বিশ্ব ভ্রমণ করে রেকর্ড গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের খাওলা আল-রমিয়াথি। এই সময়ের মধ্যে তিনি ৭ মহাদেশ সফর করেছেন। একবারের জন্য হলেও নেমেছেন ২০৮ টি রাষ্ট্রে এবং অন্যান্য স্বায়ত্বশাসিত অঞ্চলে। অস্ট্রেলিয়ার সিডনিতে তার এই যাত্রা শেষ হয়। এরইমধ্যে তার এই রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন গিনেস বুক থেকে।

এ নিয়ে খাওলা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের প্রায় ২০০টি দেশের মানুষ থাকেন। আমি চেয়েছিলাম তাদের সবার দেশে যেতে এবং তাদের সংস্কৃতি দেখতে। তবে আমার এমন চেষ্টার পথে অনেক বাঁধা ও চ্যালেঞ্জ জয় করতে হয়েছে।

এটা ছিল একটা কঠিন সফর। আমাকে প্রচুর ধৈর্য্য ধরতে হয়েছে, বিশেষ করে এয়ারপোর্টগুলোতে। এছাড়া, লাগাতার বিমানে চড়ার ঝামেলাতো আছেই। তিনি আরো বলেন, আমি বারবার ভেবেছি এবার আমার থামা দরকার। সত্যি বলতে একাধিকবার আমি বাড়ি ফিরতে চেয়েছি। তবে আমি আমার লক্ষ্যে স্থির থাকতে সক্ষম হয়েছি। আমার পরিবার ও বন্ধুরাও অনেক সাহায্য করেছে আমার লক্ষ্যে পৌঁছাতে। তারাই আমাকে উৎসাহ দিয়েছে।