নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ ও ৪ মে রাজশাহী লেখক পরিষদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪’।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং ভারত থেকে শতাধিক কবি সাহিত্যিকের উপস্থিতিতে দু’দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হবে রাজশাহী কলেজ মিলনায়তনে এবং দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এ সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট লেখক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎ কুমার সাহা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
দু’দিনব্যাপী এ সাহিত্য উৎসবে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, কবিতা পাঠ এবং চলচ্চিত্র নির্মাতা আহাসান কবীর লিটন নির্মিত হাসান আজিজুল হক এর জীবন নির্ভর প্রামাণ্য চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হবে।