স্পোর্টস ডেস্ক : কয়েকট ঘণ্টার ব্যবধানে দুটি মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হলো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। আর কোপা আমেরিকায় কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মুকুট পরে আর্জেন্টিনা।

বার্লিনে ইংলিশদের হারিয়ে ইতিহাস গড়েছে স্পেন। ইউরোতে এ নিয়ে সর্বোচ্চ চতুর্থ শিরোপা জিতল লা রোহারা। এর আগে জার্মানির সঙ্গে তিনবার করে শিরোপা জিতে যৌথভাবে সেরা ছিল দলটি। ১৯৬০ সালে শুরু হওয়া টুর্নামেন্টটির এবার ১৭তম আসর মাঠে গড়াল।

এদিকে ফ্লোরিডায় কলম্বিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় আর্জেন্টিনাও। যেখানে কোপায় তারা রেকর্ড ১৬তমবার চ্যাম্পিয়ন হয়েছে। এতদিন মেসিরা উরুগুয়ের সঙ্গে ১৫তমবার করে যৌথভাবে শীর্ষে ছিলেন। এখন এককভাবেই রাজত্ব দখলে নিলেন। ১৯১৬ সাল থেকে শুরু হওয়ার আসরটি ৪৮তম সংস্করণ দেখল।