বকুল ভৌমিক
এই তো ফেলে আসা সেদিনে;
ছন্দহীন যুবক আমি আনমনে;
বারান্দায় দাঁড়িয়ে এপাশ ওপাশ;
একটু দূরেই পুকুর ধারে খাবারের সন্ধানে পানকৌরি আর সাদা হাঁস ।
মাথার পরে নীল আকাশ আর সাদা মেঘের ভেলা;
রাস্তার ওপারের বারান্দায় বাগান বিলাস আর বেলি ফুলের মেলা।
মিষ্টি আবেশে এক টুকরো রোদ্দুর, স্নিগ্ধ আলো পরল তোমার কপালে;
দৃষ্টি আমার থেমে গেল বুকের পাশে আটকে গেলে তুমি,
কি যেন এক অজানা খেয়ালে।
তুমি আছ ওই বারান্দায় ফুলের সুগন্ধি মেখে রঙ্গের মেলায় মিশে;
আমি আছি তবে মনের মাঝে এক ভালো লাগার অনুভূতি নিয়ে স্বপ্নে ভেসে।
তারপর আমি ফিরে আসি বারান্দায় বারবার;
খুঁজে বেরাই আকাশনীল সাদা মেঘ বাগানবিলাস বেলি ফুল,
সবই আছে শুধু তুমি নেই আর।
বুঝতে দেরি নেই তবে
যে অনুভবের হাওয়ায় আমি ঘুরপাক;
ঝড় তুলেছে সেই হাওয়ায় তোমার বুকেও
তাই তুমি নির্বাক।
একদিন দুজনায় তোমার কলেজের রাস্তায়
পথের বাঁকে তুমি এলে কাছাকাছি;
ছুঁইয়ে দিলে আমার হাতে, দোলা লাগল বুকে
উত্তাল তরঙ্গে পাল তুললো মন মাঝি।
বারান্দায় সবুজ ফিতায় তুলি আমি বেড়ানোর নিমন্ত্রণ;
ওপারে বারান্দায় লাল ফিতায় তুমি বাঁধ নিমন্ত্রণের প্রত্যাক্ষান বার্তা
অথবা সবুজ ফিতায় জানাও গ্রহণ।
সেই থেকে শুরু হল তোমার আমার অবিরাম পথ চলা;
গল্প তৈরি হল নতুন প্রেমের লাল ফিতা সবুজ ফিতা আরও কত কি না বলা।
আমার শত ভুলের শত পথ শত ভেদাভেদ শত মত;
মান অভিমানে আপোষ আর মেনে নেওয়ার অংকে পাল্লা তোমার বিশালতায় যথাযথ।
তুমি ছিলে আজও আছ,
রয়ে গেলে একই পথের পথিক হয়ে পাশাপাশি;
তাই হৃদয়ে বাজে শুধুই সেই সুর
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
অটোয়া