বকুল ভৌমিক

যাকে ভালোবেসেছিলাম
বৃষ্টি আর রোদ্দুরের খেলায়
আকাশ রংধনুর মেলায়

সে এখন রঙিন চশমায় চোখে তার রঙের বিন্যাস
মননে তার শত রং আর অসৎ উচ্ছ্বাস।

যাকে ভালোবেসে ছিলাম বাংলার ছন্দ প্রাণে, ভাটিয়ালীর গানে
সে এখন ছন্দ বিহ্বল, প্রাণে তার রক আর মিশে গেছে শব্দ দূষণে।

যাকে ভালোবেসেছিলাম কবিতার ছন্দ পদে, চাঁদের আলোয় উজ্জল দৃষ্টিতে
সে আজ ছন্দপতন ডুবে আছে অমানিশার অকৃষ্টিতে।

যে অপেক্ষায় থাকত সুগন্ধি রজনীগন্ধা হাতে পকেট
ছেড়া পাঞ্জাবিতে গাছের ছায়ায়
সে এখন নষ্ট হৃদয়ে তঞ্চিত, নিষিদ্ধ বাসনায় ফাইবস্টারের কামরায়।

যাকে ভালোবেসেছিলাম অর্থ লালসার উর্দ্ধে
হৃদয়ে
সে এখন অর্থ আর জৌলসের পাহাড় সাজিয়ে।

যার বোগলে থাকত নেলসন ম্যান্ডালা, কার্লমার্ক্স, মহাত্মা গান্ধী, নজরুল,
সুষম বন্টন আর সাম্যের গান
সে এখন বুর্জোয়াদের সার্কেল, অংক কষে কর ফাঁকির আর শ্রমিকের রক্তে মুনাফার।

সে এখন হারিয়ে গেছে দূরে অনেক দূরে
হৃদয়ের বাহিরে
নেশায় তার আকাশ ছোয়া কল্প আর মিশে গেছে অশুদ্ধ বিভবের আঁধারে।
অটোয়া