বনানী বাবলি
একটা স্বপ্ন কিনে নাও আমার থেকে
দাম নিবো না কিন্তু আকাশ দেবো ঠিক তোমায় মেপে।
অর্ধেক গভীর সমুদ্র যদি হয় আমার
তবে বাকি অর্ধেকটা বুঝে নিও তোমার।
মনে করো তুমি যাবে এমন একটা ঝিনুকের দ্বীপ
দ্বীপটি মার্বেল সাদা সমুদ্রের যেন একটা বিশাল লম্বাটে টিপ।
তোমায় দেবো শুন শান নীরবতার সবুজ অরণ্য
আরো দেবো তোমায় রংধনুর বাগান বিলাস
যেখানে তুমি সাতরঙে মিশে যেও লতার মতো বন্য।
ভয় পেওনা, আমার হাতটি রেখো আলতো করে ধরে
যদি রশ্মির নীরবতা তোমায় আঘাত করে।
আমি পাখি হয়ে উড়ে উড়ে পাহারা দেবো অতন্দ্র
অথবা স্লিপি উইলোর ঝিরি ঝিরি পাতা হয়ে দেখবো
হাওয়ায় ভেসে, দেখবো আমার হারিয়ে যাওয়া চন্দ্র।
শুভ্র বরফ জলে দেখতে পাবে আমার প্রতিবিম্ব
তোমায় আরো দিতে পারি আমার পৃথিবী, নয় বিলম্ব।
দিন প্রতিদিন জীবনতরীর বৈঠা নড়ে
কষ্টগুলি চুপ চুপ চুপ বন্দি করে
স্বপ্ন উড়াই, স্বপ্ন দেখি, স্বপ্নেই হয় বসতবাটি
বাঁচতে হলে স্বপ্ন কিনে দিনগুলি যায় দিব্যি খাঁটি।
টরন্টো, কানাডা