অনলাইন ডেস্ক : সৌদি আরবের দাম্মামে একটি আসবাবপত্র তৈরির কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) বিকালে দাম্মামের হুফুপ সানাইয়া এলাকার এই দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, হতাহতের বেশিরভাগই বাংলাদেশি। আগুনে পুড়ে মারা যাওয়াদের একজন ভারতের নাগরিক।

নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। হতাহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।