অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া ঠিক হয়নি। বিষয়টি সরকার বিবেচনায় নেবে বলে আশা তার।

ছাত্র-জনতার আন্দোলনে ঠাকুরগাঁওয়ের শহীদ ও আহত পরিবারগুলোর সাথে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে বিএনপির সাক্ষাৎ ও সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যেসকল এলাকা রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে আছে সে সব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ার প্রয়োজন নাই, বিষয়টি সরকার বিবেচনায় নেবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

এছাড়া, বিগত দিনের সকল অন্যায়-অত্যাচারের সঠিক বিবেচনা এই সরকার করবেন বলেও আশাবাদ জানান তিনি। একটা সংঘাতমুক্ত, অধিকারভিত্তিক ভবিষ্যতের আশার কথাও জানান বিএনপি মহাসচিব।