বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন ধরেই মায়োসাইটিসিস রোগে ভুগছেন সামান্থা রুথ প্রভু। এরই মধ্যে মুম্বাইয়ে পাকাপাকি বাসস্থান করে ফেললেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বহুতলের বারান্দা থেকে সূর্যাস্তের ছবি দেন তিনি।
সূত্রের খবর, দক্ষিণ মুম্বাইয়ে সমুদ্রমুখী একটি তিন কামরার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন এই অভিনেত্রী। যার দাম প্রায় ১৫ কোটি। দিন কয়েক আগে দক্ষিণের আরেক অভিনেত্রী রাশ্মিকাও মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট কিনেছেন।
এ মুহূর্তে ‘সিটাডেল’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত সামান্থা। গত বছরই অ্যান্টনি এবং জো রুসো ভ্রাতৃদ্বয় জানিয়েছিলেন এবার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’। নায়ক হবেন বরুণ ধাওয়ান। আর নায়িকা হিসেবে সামান্থাই অভিনয় করছেন।