স্পোর্টস ডেস্ক : তিনশ’র মাইলফলক ছুঁয়েছেন কিউই পেসার টিম সাউদি। ক্যারিয়ারের সেরা এই মুহূর্ত অবশ্য সেরা ডেলিভারিতে আসেনি। তার শর্ট এবং উঠতি ডেলিভারিটি পা-চালানোর ভুলে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন হারিস সোহেল, মাটির কয়েক ইঞ্চি ওপর থেকে মিচেল সাটনার বলটি তালুবন্দি করতেই জ্বলজ্বলে হাসি সাউদির; টেস্টে ৩০০তম উইকেট!
কিউইদের হয়ে এর আগে তিনশ’ ছুঁয়েছেন কেবল রিচার্ড হ্যাডলি ও ডেনিয়েল ভেট্টরি। ৩২ পূর্ণ করা এই পেসারের কীর্তির দিনে মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ সময় কাটিয়েছে তার দল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৮০ রান তুলে পাকিস্তানকে দিয়েছে ৩৭৩ রানের লক্ষ্য।
চতুর্থ দিনের শেষ বেলাটুকুতে ব্যাট করে ৩ উইকেটে ৭১ রান তুলেছে পাকিস্তান। পঞ্চম দিনে জিততে তুলতে হবে ৩০২ রান, ড্র করতে টিকে থাকতে হবে পুরো দিন। আজহার আলী ৩৪ আর ফাওয়াদ আলম ২১ রানে ব্যাট করছিলেন। দুটি উইকেট নিয়েছেন সাউদি।
প্রথম ইনিংসেও ২ উইকেট নেন তিনি। দিনশেষে বড় মুহূর্ত হয়ে গেছে হারিসের উইকেটটি। টেস্ট জগতে ২০০৮ সালে অভিষেক হলেও এক যুগে তার ম্যাচ খেলা হয়েছে মাত্র ৭৫টি। শুরুর দিকে খুব বেশি কার্যকরও ছিলেন না। তবে শেষ কয়েক বছরে ট্রেন্ট বোল্টের সঙ্গে জুটি বেধে কিউই ক্রিকেটের আক্রমণের অন্যতম অস্ত্র হয়ে উঠেছেন। ২০১৮’র প্রথম থেকে চলমান বক্সিং ডে টেস্টের আগ পর্যন্ত ১৮ টেস্টে নিয়েছেন ৯২ উইকেট।