অনলাইন ডেস্ক : একেতো ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না, তার ওপর কমানো হয়েছে ফান্ডের টাকা। দীর্ঘ সময় ধৈর্য ধরে সমঝোতায় আসার চেষ্টাও করা হয়েছে। তবে এবার ধৈর্যের বাধ ভেঙে গেছে কানাডা নারী ফুটবল দলের, তাই সিদ্ধান্ত নিয়েছেন ধর্মঘটে যাওয়ার। এবার আর নিজেদের মান ও সক্ষমতার সঙ্গে আপস করতে চান না তারা। গত ১০ ফেব্রুয়ারি, শুক্রবার কানাডা সকারের প্রতি নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে কানাডা সকার প্লেয়ার অ্যাসোসিয়েশন (সিএসপিএ)।
এ দিকে কানাডা সকার সিএসপিএ এবং খেলোয়াড়দের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে বলে গত ১১ ফেব্রুয়ারি, শনিবার জানিয়েছে কানাডিয়ান স্পোর্টস ভিত্তিক সংবাদমাধ্যম টিএসএন। ্যাংকিংয়ের ছয় নম্বরে আছে তারা। তার ওপর গত অলিম্পিকে সোনাজয়ী দলও। কিন্তু তাদের ঠিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ তুলেছে সিএসপিএ।
বিবৃতিতে লেখা হয়, ‘নতুন বাজেটের বাস্তবতায় বিশ্বকাপ প্রস্তুতি বজায় রাখতে হলে আমাদের শুধু অনুশীলন ক্যাম্পের দিনই নয়, পুরো ক্যাম্প উইন্ডোর দিনই কমাতে হবে। খেলোয়াড় ও স্টাফের সংখ্যা কমিয়ে আনতে হবে। আমাদের বলা হয়েছে, বিশ্বকাপের আগে ঘরের মাঠে কোনো ম্যাচ থাকবে না। এটাও বলা হয়েছে, নারী ফুটবল দল পর্যাপ্ত ফান্ড পাবে না। আর সেটা এখন বলার জন্য অপেক্ষা করেছে, যেখানে কি না বিশ্বকাপ শুরু হতে ছয় মাসেরও কম সময় বাকি।’
অনেকদিন ধরেই ছেলেদের সমান পারিশ্রমিক ও বাজেট পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছিলেন নারী ফুটবলাররা। কিন্তু কিছুতেই কিছু হয়নি। বেতন বৈষম্য রয়েই গেছে বিবৃতিতে লেখা থাকে, ‘২০২২ বিশ্বকাপে পুরুষ জাতীয় দলের জন্য উল্লেখযোগ্য পরিমাণে টাকা ও সহায়তা দেওয়া হয়েছে। যাতে করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। যখন আমাদের বিশ্বকাপ ঘনিয়ে আসছে, তখন আমাদের বলা হলো বিশ্বমানের পারফরম্যান্স উপহার দিতে। কিন্তু সম পরিমাণ সাহায্য-সহযোগিতা ছাড়া।’
‘আমাদের খেলোয়াড়দের কাঁধে এমন এক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যা অগ্রহণযোগ্য, বিশেষ করে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। কানাডা সকার আমাদের হতাশ এবং আরও গভীরভাবে অসম্মানিত করেছে।’
নারীদের এই ধর্মঘটে সমর্থন জানিয়েছেন পুরুষ ফুটবলাররাও। গত জুনে বিশ্বকাপের প্রাইজমানি তারাও ফেডারেশনের বিরুদ্ধে ধর্মঘটে গিয়েছিলেন। এ দিকে শিগগিরই নারী ফুটবলারদের নিয়ে বসার কথা রয়েছে কানাডা সকারের। আলোচনায় সমস্যার সমাধান না হলেও আগামী ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে ‘শিবিলিভস কাপ’ নামক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবে না কানাডা ফুটবল দল।