হোসনে আরা জেমী

আমার চিন্তার জগত মাঝেমাঝে অবশ থাকে
মনের জগত যখন বিমূর্ত থাকে,
তখন ভুল শুদ্ধের মাঝে কবিতারা হারিয়ে যায়
বিষণœতার কাছে আমি শব্দের অনুরনণ খুঁজি।

অনুপ্রানিত হয়েছি শিশিরের শব্দে
হেঁটে গেছি দূরে; সুদূর নীলের ডাকে
একাকীত্ব হারিয়েছে বীজনে, নীষ্প্রভ আলোয় খুঁজে নিয়েছি জীবনের গতিপথ।

লিখে রেখে যাচ্ছি বিষন্ন বিকেলের গল্প
এঁকে রেখে যাচ্ছি কোন এক শ্যাওলা পরা দেওয়ালের গল্প
শেষ বিকেলে ঝরা পাতার কান্নার ছোঁয়াছ লেগে থাকে শূন্য অবয়বে
পাতার সরসর শব্দে বিষন্নতার গান বাজে ধূসর গোধুলিতে
চেনা চোখ খোঁজে স্বপ্ন আঁকা প্রজাপতি, নকশীকাঁথা,
সবুজ প্রান্তর, তারায় খঁচিত আকাশ
আর চঞ্চল প্রপাতে ভেসে বেড়ানো নীল জলরাশি।
হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে আসেনা মন খারাপের দিনে
তবুও
গান গাই, সুর মেলায় কবিতায়,
ব্যথার দীর্ঘশ্বাস ফুটে উঠে একাকীত্বের দাগে
অদৃশ্য অতীত ছায়া ফেলে গেছে বর্তমানে
শেষ বিকেলে অন্তরীণ আগামী ডাকে ভবিষ্যৎ।
টরন্টো