বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
কবে কোথায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন পূজা, তা অবশ্য জানাননি এই অভিনেত্রী। তবে প্রকাশিত ছবিতে দেখা যায়, পূজার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বালিশের ওপরে পা উঠিয়ে মেকআপ নিচ্ছেন। আর ক্যাপশনে লিখেছেন ‘ওকে, তারপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।’ অর্থাৎ অসুস্থতা নিয়েই শুটিং করছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ সিনেমার শুটিং সেটে আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।
গত ১৩ অক্টোবর ছিল পূজার জন্মদিন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং সেটে সালমানের সঙ্গে জন্মদিন উদযাপন করেন পূজা। সেসব ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই অভিনেত্রী।