স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে থাকা ধর্ষণ মামলা খারিজ বা বাতিল করে দেওয়ার পরামর্শ দিয়েছেন একজন বিচারক। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে একজন নারীকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে পর্তুগিজ অধিনায়কের বিরুদ্ধে।
বিবিসি জানিয়েছে, প্রসিকিউটররা রোনালদোর বিরুদ্ধে ফৌজদারি মামলা না আনার সিদ্ধান্ত নিয়েছেন। বলেছেন, অভিযোগটি যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে প্রমাণিত হতে পারে না। অন্যদিকে, শুরু থেকে ওই নারীর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন রোনালদো। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের দাবি, তিনি ভুল কোনো কিছু করেননি।
ম্যাজিস্ট্রেট বিচারক ড্যানিয়েল অ্যালব্রেগস বলেন, ফুটবল লিকস ডেটা ড্রপ থেকে রোনালদো এবং তার আইনি দলের মধ্যে ফাঁস হওয়া যোগাযোগের ভিত্তিতে প্রমাণ, এই ক্ষেত্রে ব্যবহার করা উচিত ছিল না। তার আইনজীবীর অনুপযুক্ত আচরণের জন্য মামলা খারিজ করা কঠোর ফল।
এদিকে, প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন। তিনি বলেন, এই ইস্যুতে আদালতের বিস্তারিত মূল্যায়নে আমরা সন্তুষ্ট।