আমার একটা বন্ধু চাই
আমার একটা বন্ধু চাই!
সত্যিকারের বন্ধু চাই!
তোর মতো বন্ধু চাই!
তুই কি আমার বন্ধু হবি?
আঁকবি আমার মনের ছবি?
মনের যতো জমানো ব্যথা,
দুজনে ভাগ করে নেব হেথা।
বন্ধুত্বের অদ্ভুত এ সংস্রব,
মন বলে এতো বড় আজব।
সুখ-দু:খ আনন্দ-বেদনায়
থাকবি কি আমার কাছটায়?
বুড়ো কালেও এমন থাকবি?
প্রতিদিন আমার খোঁজ নিবি?
আমাকে কেউ কিছু বললে,
তুই কি তাকে নিবি খুবলে?
সব সম্পর্কের পাট মিটলেও,
বন্ধুত্বের পাট মিটেনা কখনও।
মন আর শরীরের কাল,
দু’বন্ধুর হয় যে একই হাল।
সব আয়ুতেই দু বন্ধুর বাঁধন
একই দিকে ধায় প্রতিক্ষণ।
মার্বেল থেকে ওষুধ গোনা
একই সাথে করে দুই জনা,
এটাই হলো বন্ধুত্বের মজা,
তাইতো এমন বন্ধু খোঁজা।
পাগলাটে বন্ধুত্ব
আমার একটা বন্ধু আছে
কিছুটা পাগলাটে গোছে’।
যখন তখন হাজির হয়
বরের সাথে আড্ডা দেয়।
নানা পদের হুকুম করে
তখন আমার রান্না বারে।
বরের সাথে পাঞ্জা লড়ে
ইচ্ছে করে ওই যে হারে,
জিতলে নাকি বরের চেয়ে
বন্ধুর পাল্লা ভারি হয়ে,
ওর যাতায়াত বন্ধ হবে
লোকে তখন মন্দ কবে।
কীযে আজব জীব একটা,
ওকে দেখলেই লাগে খটকা।
অদ্ভুত ভাবে কাছে আসে,
সবাই তবু ওকে ভালোবাসে।
কী এক রহস্য সংগোপনে
ছুটছে ওর পিছনে পিছনে,
তাই তো আমরা বুঝতে পারি না,
কেন যে ওর টান এড়ানো যায় না।
একটা কথাই বলবো আমি
তোর বন্ধুত্ব সবচেয়ে দামী!
সবাইকে তাই আমি বলব যে ভাই,
জীবনে এমন দু’ একটা বন্ধু থাকা চাই\
স্মৃতির বেড়ি
কাল বিকেলে নদীর ধার দিয়ে যখন হাঁটছিলাম,
অনেক দূর থেকে তোকে ডাকছিলাম,
তোর পানে চেয়ে শুধুই আমি দেখছিলাম।
তুই তখন কী এক ঘোরে মগ্ন ছিলি,
হয়তো তখন অতীতে চলে গিয়েছিলি,
অথবা বাস্তবে নয় কল্পনাতে আমায় খুঁজছিলি।
তুই এখনও সেই আনমনেই পথ চলিস,
একা একা রাজ্যের যতো কথা বলিস?
আগের মতো কি মন মাতানো হাসি হাসিস?
তোকে দেখে আমিও ফিরে গেলাম সেই অতীতে,
যখন কত আনন্দে কাটতো সময় দুজনেতে
সেই কথাগুলো এত দিনেও পারছি না ভুলতে।
এই নদীর পাড়ে পাশাপাশি নিঃশব্দে কাটানো বিকেলগুলো,
সেই নীরবতার মুহূর্তগলো আজ মনে এলো,
স্মৃতি আমায় এক মুহূর্তে সেই ক্ষণে নিয়ে গেল।
লাইব্রেরিতে দুজনের সেই একসাথে বই পড়া
খুনশুটির কথা বন্ধের সময় নীরব থেকে ফোন করা,
রাগ ভাঙানোর জন্য তোর বোকা বোকা চেষ্টা করা।
বুদ্ধি দিতে চলতো আমাদের কত খেলা,
কাটিয়ে দিতাম শুধু কথা বলে কত বেলা,
কোনকিছুই আজও কেন যায় না ভোলা?
অটোয়া, কানাডা