স্পোর্টস ডেস্ক : এজবাস্টন টেস্ট জিততে হলো ইংল্যান্ডকে রেকর্ড করতে হতো, জো রুট ও জনি বেয়ারস্টোর অপরাজিত দুর্দান্ত সেঞ্চুরিতে তাই করে দেখাল দলটি। ৩৭৮ রানের লক্ষ্যে রোমাঞ্চ ভরা টেস্টে ভারতকে ৭ উইকেটে হারাল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪১৬ ও ২৪৫
ইংল্যান্ড: ২৮৪ ও ৩৭৮/৩
লক্ষ্য: ৩৭৮
নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয় এটিই। এর আগে ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৫৯ রানের লক্ষ্য তাড়ায় ১ উইকেটে জিতেছিল তারা।
ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৭ উইকেট ইংল্যান্ডের দরকার ছিল ১১৯ রান। যেখানো কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনেই জয় তুলে নেয় সফরকারীরা।
চতুর্থ উইকেট জুটিতেও রেকর্ড গড়েছেন রুট-বেয়ারস্টো। তারা ৩১৬ বলে ২৬৯ রানে অপরাজিত থাকেন। ইংলিশদের চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ আগের সর্বোচ্চ ছিল ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে। সেবার ওয়ালি হ্যামন্ড ও এডি প্যান্টার ১৬৪ তুলেছিলেন।
ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে দারুণ ফর্মে থাকা রুট টেস্টের ২৮তম সেঞ্চুরি তুলে নেন। ২৪০ বলে ১৯টি চার ও একটি ছক্কায় তিনি ১৪২ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ১৪৫ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১১৪ রানের হার না মানা ইনিংস খেলেন বেয়ারস্টো। এটি তার ১১তম টেস্ট সেঞ্চুরি। তিনি দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। এছাড়া সবশেষ ৬ ইনিংসে তার সেঞ্চুরি হলো ৫টি!
অথচ এই টেস্ট শুরু প্রথম দিন থেকে ভারতই দাপট দেখিয়েছে। প্রথম ইনিংসে তার ৪১৬ রান করেছিল। জবাবে ইংলিশরা ২৮৪ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসে ১৩২ রানে পিছিয়ে ছিল।
এই ম্যাচটি মূলত গত বছরের স্থগিত হওয়া সিরিজের পঞ্চম টেস্ট। সেবার ভারত দলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সিরিজটি স্থগিত হয়। সিরিজটি ২-২ ব্যবধানে শেষ হলো। আর ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের সম্ভাবনা জাগালেও পারল না ভারত।
দুই ইনিংসে সেঞ্চুরি করা বেয়ারস্টো ম্যাচ সেরা নির্বাচিত হন। আর পুরো সিরিজে ৭৩৭ রান ও ২টি উইকেট পেয়ে সিরিজ সেরা জো রুট।