অনলাইন ডেস্ক : ক্রিমিয়ার সঙ্গে সংযুক্ত সেতুতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
রাশিয়ার তৈরি এই সেতুটি ক্রিমিয়াকে সড়কপথে যুক্ত করেছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। ইউক্রেন অঞ্চলটিকে রাশিয়ার দখল থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে।
আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ হয়েছে। আর মস্কোর নিয়োগ করা ক্রিমিয়ার কর্মকর্তারা সেতুতে যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।