বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। তার অভিনীত ‘দ্য ট্রায়াল’ নামক ‘কোর্টরুম ড্রামা’র একটি পর্ব মুক্তি পেয়েছে শুক্রবার। সিরিজের প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠান এবং সাক্ষাৎকারও দেখা যাচ্ছে তাকে। আর এমনই এক সাক্ষাৎকারে রাজনীতিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। আর তা দেখে খোঁচা দিতে ছাড়ছেন নেটিজেনরা।

এনিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমাদের দেশ এবং রাজ্য এমন কিছু নেতাদের দ্বারা পরিচালিত, যাদের প্রাথমিক শিক্ষাটুকুও নেই। কোনো পড়াশোনা জানা নেই।’

এই মন্তব্য শুনেই রীতিমতো চটেছে নেটিজেনদের একাংশ। বলিপাড়ায় বহু অভিনেতা-অভিনেত্রী স্কুলের গণ্ডিও পার করেননি। রয়েছে তার লম্বা তালিকা। যার মধ্যে রয়েছে কাজলেরও নাম। তাই এই মন্তব্যে আরও বেশি বিরক্ত নেটিজেনরা।

কাজলের সাক্ষাৎকারের সেও ভিডিও নিয়ে একের পর এক টুইট ছেয়ে গেছে। একজন লিখেছেন, ‘কাজল স্কুলছুট। তার স্বামী অজয় দেবগনও স্কুলের গণ্ডি পার করেননি। বলিউডে রয়েছেন সবচেয়ে অশিক্ষিত অভিনেতারা। এছাড়াও এখানে শুধুই কিছু বোকা ছবি তৈরি হয়। ইংরেজি বলতে পারা কখনও শিক্ষার পরিচয় নয়। সুতরাং এই পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য কীভাবে করতে পারেন কাজল?’

উঠছে আরও নানা প্রশ্ন। যদিও নেটিজেনদের প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেত্রী।

মাত্র কিছু দিন হলো ওটিটিতে অভিষেক হয়েছে কাজলের। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত আরও একটি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। ক্যারিয়ারের এই পর্যায় এসে জমিয়ে ব্যাট করছেন কাজল। আগামী ১৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দ্য ট্রায়াল’।