অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা রকি আল ফারুক জানান, রাত ১০ টায় নবাবপুরের সুরিটুলায় একটি গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে ১৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। এর এক কিলোমিটারের মধ্যে নবাবপুর এলাকা।