বিনোদন ডেস্ক : করোনার প্রকোপ দেখা না দিলে এতদিনে আলিয়া ভাটের সঙ্গে সাত পাক ঘুরে সিঁদুরদান সেরে ফেলতেন রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, নতুন বছরেই বিয়ের পরিকল্পনা পাকা এই তারকা দম্পতির।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন বছরে জয়পুরে বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া এমন জল্পনা তুঙ্গে। রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনকে জয়পুরে দেখা যাওয়ায় গুঞ্জন চলছে, তারা রণবীর-আলিয়ার বিয়ের ভেন্যু পাকা করতেই সেখানে গিয়েছেন। ভক্তরাও মনে করছেন জয়পুরেই রণবীর আলিয়া বিয়ের কাজ সেরে ফেলতে পারেন।’
গত সপ্তাহে আলিয়ার দেখা মিলেছিল কাপুর পরিবারের বড়দিনের পার্টিতে। চলতি মাসেই রণবীরের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন আলিয়া। সঙ্গী ছিলেন রণবীর ও তার মা নীতু কাপুর, দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, বোনজামাই ভারত সাহানি এবং ভাগ্নি সামারা।
ছবিতে দেখা যায় কালিনার প্রাইভেট এয়ারপোর্ট থেকে গত মঙ্গলবার রওনা দেন সপরিবারে রণবীর-আলিয়া। শিগগিরই আলিয়াকে বিয়ে করছেন কি না এই প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘এতদিনে তো বিয়ে হয়েই যেত যদি করোনা আমাদের জীবনে ঢুকে না পড়ত। এইটুকু বলতে পারি দ্রুতই আমি আমার জীবনের ওই ফাঁকা জায়গাটা পূরণ করে নিতে চাই।’
সাক্ষাৎকারে আরও বলেন, ‘প্রেমিকা আলিয়া সব দিক থেকেই আমার চেয়ে বেশি যোগ্য।’ অভিনয়ের ক্ষেত্রেও আলিয়াকে বেশি নম্বর দিয়েছেন ইন্ডাস্ট্রিতে পাঁচ বছরের সিনিয়র রণবীর কাপুর। রণবীর বলেন, ‘আমার গার্লফ্রেন্ড ওভার অ্যাচিভার।’
ক্রিসমাস কেটে গেছে। ক্রিসমাসের পর এবার নতুন বছর শুরুর আগে কাপুর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের গোটা পরিবারের সঙ্গেই ছুটি কাটাতে গিয়েছেন তিনি। চলতি বছরে রণবীর হারিয়েছেন তার বাবাকে। এই পরিস্থিতিতে আলিয়া ছিলেন সবসময় তার পাশে। এখন সকলেই অপেক্ষা করছেন তাদের শুভ পরিণতির জন্য।