হিমাদ্রী রয়
মুখ রেখে কবিতার আয়নায়
ভালোবাসার শহরটা দেখি
ডাইরিতে জীবন লিখছে মহাকাল
আমি কাগজে ভালোবাসা লিখি।
বৈচিত্র্যে পূর্ণ প্রাণ কবিতা আর গান
জোছনা রাতে বসন্ত এসে ডাকে
তারারা চুপকথার স্বরলিপি ভাসায়
হৃদিতে বয়ে চলা রক্তি নদীর ধারায়
কবিতার এই শহর সুরের সাথে জাগে।
এখানে বর্ণমালার মিনার ছুঁয়েছে আকাশ
মায়ের ভাষার মুক্ত প্রকাশ
এখানে শুধু কবিতায়
হাত বাড়িয়ে বন্ধু হওয়া যায়
সুখে কিংবা দুঃখে
এই শহর বাংলাকে বুকে করে রাখে।
ব্যাস্ত জীবন গদ্যময় যাপন
হাজার জোড়া চোখে দেখি সবুজের প্লাবন
স্বপ্নেরা এখানে দেয় না সারা
নিদ্রাদেবীর ডাকে
ভালোবাসার শহর স্বপ্নে জেগে থাকে।
এখানে চাঁদ রাতে বিভেদ বেদনা
ভেসে যায় পথের বাতাসে
ক্ষমা হয়ে আসে বড়দিন
অন্তরের আলো দীপাবলিতে সাজে
কবিতার শহর স¤প্রীতিতে বাঁচে।
কবিতা এখানে
তুমি আমি -আমি তুমি মিলে
শুধু প্রেম নয় ফুলকিরও মালা গাঁথে
অনিয়মে গর্জন আর মানবতায় স্বজন
শব্দে শব্দে যতটা ভালোবাসার বুনন
মগজের কোষে ততটাই স্ফুলিঙ্গ জমা রাখে
আমার শহর কবিতায় জেগে থাকে।
টরন্টো, কানাডা