স্পোর্টস ডেস্ক : আর মাত্র একটা জয়। তাহলেই আজন্ম স্বপ্ন পূরণ হবে লিওনেল মেসির। ঘুচে যাবে আক্ষেপ। ক্যারিয়ারে সবকিছুই জেতা মেসির প্রাপ্তির খাতায় একমাত্র যে খামতিটা রয়েছে, সেই অপূর্ণতাও পূর্ণ হবে। সারা দুনিয়ার ফুটবলপ্রেমীদের সামনে উঁচিয়ে ধরতে পারবেন বিশ্বকাপ ট্রফি। চ্যাম্পিয়ন মেসি হয়ে যাবেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এজন্য ১৮ ডিসেম্বর দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে একটা কাজই তাদের করতে হবে, হারাতে হবে ফ্রান্সকে। মেসির আর্জেন্টিনা কি পারবে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিততে?

বিশ্ব জুড়ে কোটি কোটি মেসি এবং আর্জেন্টাইন ভক্তদের হৃদয়েও নিশ্চয় এই প্রশ্নই বাজছে। তবে সংশয়ে না ভুগে আর্জেন্টাইন ভক্তরা বরং আশান্বিতই হতে পারছেন। কারণ, স্বয়ং মেসি যে তাদেরকে দারুণ এক প্রতিশ্রুতি দিয়েছেন! কী প্রতিশ্রুতি? মেসি বলেছেন, আগামী রোববারের ফাইনালে শিরোপা জিততে সবই করবেন তিনি।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। এরপর দীর্ঘ এক সাক্ষাতকারে কোচ লিওনেল স্কালোনি, ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করা জুলিয়ান আলভারেজ, বিশ্ব জুড়ে আর্জেন্টাইন সমর্থকদের আকাঙ্ক্ষা, স্ত্রী-সন্তানদের প্রত্যাশাসহ অনেক বিষয়েই কথা বলেছেন মেসি। দীর্ঘ সেই আলাপচারিতাতেই মেসি প্রতিশ্রুতি দিয়েছেন, ‘শিরোপা জিততে ফাইনালে যা যা করা দরকার করব।’ আর্জেন্টাইন সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেছেন, ‘আমাদের ওপর আস্থা রাখুন। আমাদের এই দলটা সত্যিই দুর্দান্ত। আমরা আরেকটা ফাইনালে খেলব এবং উপভোগ করব।’ পরিবারের সদস্যের প্রসঙ্গে বলেছেন, ‘এমন সময়ে পরিবারের সবার কথাই মনে পড়ে। তারা সব সময়ই আমার পাশে ছিল, আছে। দুঃসময়ে তারা সব সময়ই আমাকে উত্সাহ -অনুপ্রেরণা জুগিয়েছে। এখন আমি যেমন সময়টা উপভোগ করছি, তারাও উপভোগ করছে। সবাই খুব খুশি। এই খুশিটা ধরে রাখতে চাই।’

সতীর্থ আলভারেজ সম্পর্কে বলেছেন, ‘আমাদের এই দলটির সবচেয়ে বড় গুণ হলো দল হয়ে খেলা। সবাই নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। ক্রোয়েশিয়ার ম্যাচে আলভারেজ অবিশ্বাস্য খেলেছে। মাঠে ঐ সবচেয়ে বেশি দৌড়েছে এবং সুযোগ তৈরি করেছে।’ কোচ লিওনেল স্কালোনি সম্পর্কে তার অভিমত, ‘স্কালোনি সব সময়ের মতোই অসাধারণ। আমাদের কোচিং স্টাফের সবাই খুব ভালো। প্রত্যেকেই সবকিছু করার জন্য প্রস্তুত থাকে। ম্যাচের ছোট ছোট জিনিসগুলোও তারা দ্রুত জানিয়ে দেয় আমাদের।’

কাতার বিশ্বকাপে এরই মধ্যে অনেকগুলো ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেলেছেন। ফাইনালেও হাতছানি দিচ্ছে আরও একটা রেকর্ড। তবে ব্যক্তিগত রেকর্ড নয়, মেসির চাওয়া দল হিসেবে শিরোপা অর্জন, ‘আমি সব সময় দলীয় অর্জনের কথাই ভাবি। এবার দল হিসেবে আমরা খুব ভালো করছি। দল হিসেবেই শিরোপা জিততে চাই।’