অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকারাগুয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক, ধর্মীয় নেতা, ছাত্রসহ সরকার বিরোধী অন্তত ১৩৫ জন। গণগ্রেফতার ও আটকের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মুক্তি পাওয়া রাজবন্দিদের নিকারাগুয়া থেকে গুয়াতেমালায় পাঠানো হয়েছে। গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের খাদ্য, বস্ত্র, পরিবহন ও বাসস্থানের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের অনেককে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। মুক্তিপ্রাপ্তদের ১৩ জন টেক্সাসভিত্তিক ধর্মীয় সংগঠন মাউন্টেন গেটওয়ের সাথে জড়িত। নিকারাগুয়ার সাথে দীর্ঘ দেনদরবারের পর তাদের মুক্তি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, দল গঠন ও ধর্মপালনের মৌলিক অধিকার শান্তিপূর্ণভাবে চর্চার জন্য কাউকে কারাগারে রাখা ঠিক না। প্রেসিডেন্ট ওর্তেগার কর্তৃত্ববাদী শাসনের নিন্দা জানিয়েছেন তিনি। গতবছরও নিকারাগুয়ার দুই শতাধিক রাজবন্দির মুক্তিতে সাহায্য করেছিলো যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা