অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার উপকণ্ঠে ওয়েস্ট এন্ড শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় এভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। এর মধ্যে দুজন তখনই নিহত হন। অন্যজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খবর এপি।

এ ঘটনায় কেবল ওই তিনজনই জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বয়স ১৭ বছর, একজনের বয়স বিশের ঘরে এবং আরেকজন চল্লিশের কাছাকাছি। তদন্তকারীরা জানিয়েছেন, তিনজনের মধ্যে এক ব্যক্তি অন্য দুজনের দিকে এগিয়ে গিয়ে গুলি চালান। তাদের মধ্যে একজন পাল্টা গুলি চালান। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাই পুলিশের ধারণা, সেখানে কী হয়েছিল তা এরই মধ্যে জানতে পেরেছেন তারা। তবে বন্দুকধারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুকহামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলার খবর পাওয়া যায়। গত সপ্তাহে শিকাগোতে একই পরিবারের মা, বাবা, দুই সন্তান এবং তাদের পোষা তিনটি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। শহরতলীর একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেশটিতে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৮টি নির্বিচার বন্দুক হামলা হয়েছে। হামলায় মৃত্যু হয়েছে ১৪০ জনের। ২০০৬ সালের পর গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বন্দুক হামলা হয়েছে এ বছর। বন্দুক হামলার লাগাম টানার চেষ্টা চালাচ্ছেন মার্কিন নীতিনির্ধারকেরা। এরপরও প্রকাশ্য দিবালোকে, বাড়িতে ঢুকে, বড় ও ছোট শহরে নির্বিচারে বন্দুক হামলায় মৃত্যুর মিছিল থামছেই না।