অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আজ শুক্রবার জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি এ তুলনা করেন। তার এ তুলনায় ক্ষুব্ধ হয়ে নিন্দা জানিয়েছে নয়া দিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেন বিলাওয়াল। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাটের কসাই এখনো জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলে বিলাওয়াল বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তার (মোদির) এই দেশের (যুক্তরাষ্ট্রের) মাটিতে প্রবেশাধিকার ছিল না।’

গুজরাট দাঙ্গার পরে রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির ভিসার আবেদন নাকচ করেছিল ওয়াশিংটন। সেই প্রসঙ্গ তুলে ধরেন বিলাওয়াল। পাশাপাশি, আরএসএসের সঙ্গে হিটলারের কুখ্যাত খুনে বাহিনী এসএস গ্রুপের তুলনাও করেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তার মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে।’ এ ছাড়া নয়া দিল্লির পাকিস্তানি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির যুব মোর্চা।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে ইসালামাবাদের সমালোচনা করেন। এরই প্রতিক্রিয়ায় শুক্রবার এই মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল।