স্পোর্টস ডেস্ক : ন্যু-ক্যাম্পের সঙ্গে আত্মার বন্ধনটা শেষ করতে চেয়েছিলেন গত মৌসুমেই। আইনি জটিলতায় প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও, আগামী জুনে বিনা বাধায় বার্সেলোনা ত্যাগের পথটা প্রসন্ন লিওনেল মেসির সামনে। কাতালানদের বিদায় জানালে আর্জেন্টাইন সুপারস্টারের পরবর্তী গন্তব্য ঠিক কোথায়? সেটি শুধুই গুঞ্জনে সীমাবদ্ধ। তবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস মেসির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগির আগ্রহ দেখালেন। এক সাক্ষাৎকারে জানালেন মেসি চাইলে একসঙ্গে গাঁটছড়া বাধতে পারেন তারা।
মেসিকে বার্নাব্যুতে আমন্ত্রণ জানাবেন কি না? এমন প্রশ্নের জবাবে রামোস বলেন, ‘অবশ্যই, সে আমার সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলে স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে পারে, আমি এটি করতে পেরে আরও বেশি খুশি হব। মেসির উপস্থিতি আমাদের দলকে আরো সাফল্য এনে দেবে। এমনটা না বললে বোকামি হবে।’
চলতি মৌসুম শেষে রামোসেরও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে। তবে অধিনায়কের সঙ্গে এখনও পর্যন্ত চুক্তি নবায়ন করেনি রিয়াল।
এ বিষয়ে রামোস বলেন, ‘কিছু জানতে পারলে আমারও ভালো লাগত। আমি এখন ইনজুরি নিয়ে কাজ করছি এবং ভালোভাবে মৌসুমটা শেষ করতে চাই। চুক্তি নবায়নের ব্যাপারে নতুন কোনো খবর নেই। যখন খবর আসবে, আমিই সবার আগে জানাব।’
মৌসুম শেষে চুক্তি নবায়ন না হলে নতুন গন্তব্য হিসেবে বার্সেলোনাকে কখনোই নির্বাচন করবেন না রামোস। তিনি বলেন, ‘আমি কখনোও বার্সেলোনার হয়ে খেলব না। ৫০ মিলিয়ন বা ৭০ মিলিয়ন দিলেও না। কিছু বিষয় থাকে, যেগুলো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এটা অসম্ভব।’