অনলাইন ডেস্ক : গত ১৯ আগস্ট বুধবার ২০২০ টরন্টোস্থ ৩০১৬ ড্যানফোর্থ দ্বিতীয় তলায় দেলোয়ার খানের অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফারুক খান। সভাটি পরিচালনা করেন সুজন দেওয়ান। বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: মহবুব আলম, সহ-সভাপতি মিজানুর রহমান বাদল, সহ-সভাপতি গোলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ট্রেজারার দেলোয়ার খান ও সম্মানীত সদস্যবৃন্দ। উক্ত সভায় সবার সম্মতিক্রমে বর্তমান কমিটিকে পুনরায় দুই বছরের জন্য নবায়ণ করা হয়। সভাপতি ফারুক খান এবং সাধারণ সম্পাদক দেওয়ান সুজন। অন্যান্য সবাই একইভাবে কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন।
আগামী দিনে বর্তমান কমিটি সবার সহযোগিতা কামনা করেন এবং সংগঠনটি আর সময় উপযোগী কর্মকাণ্ড প্রবাসী টরন্টোবাসীর পাশে থেকে প্রগতিশীল ঐক্যের পথে সমৃদ্ধি করার লক্ষ্যে এগিয়ে যাবে বলে সবাই আশা প্রকাশ করেন। MUNSHIGANJ-BIKRAMPUR SHOMITI CANADA নামে একটি ফেসবুক একাউন্ট খোলা হয়।
Home কানাডা খবর মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের কার্যকরী সভায় পুনরায় বর্তমান কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন