অনলাইন ডেস্ক : স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ত্যাগ করা নিয়ে মিসরের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)।
মিসরীয় সূত্র জানিয়েছে, হামাস ও জিহাদ উভয়ে দৃঢ়ভাবে বলে দিয়েছে যে বন্দীদের মুক্তির বিষয়টি ছাড়া আর কোনো বিষয় নিয়ে আলোচনা করতে তারা আগ্রহী নয়।
সম্প্রতি কায়রো সফরকারী এক হামাস কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমাদের জনগণ ইসরাইলি আগ্রাসন, গণহত্যা ও হত্যাযজ্ঞ অবসান চায় হামাস। আমরা সেটা নিয়ে আমাদের মিসরীয় ভাইদের সাথে আলোচনা করেছি।’
তিনি বলেন, ‘আমরা আরো বলেছি, আমাদের লোকজনকে সহায়তা করা অব্যাহত রাখতে হবে, সাহায্য আরো বাড়াতে হবে এবং উত্তর ও দক্ষিণের সব মানুষের কাছে তা অবশ্যই পৌঁছাতে হবে।
একইসাথে রোববার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে ধ্বংস না করা পর্যন্ত গাজায় হামলা থামানো হবে না বলে ফের ঘোষণা করেছেন। তিনি গাজায় ইসরাইলি অভিযানের তিনটি লক্ষ্যের কথা জানান। এগুলো হচ্ছে হামাসকে ধ্বংস করা, গাজার ক্ষমতা থেকে হামাসকে উৎখাত করা এবং পণবন্দীদের মুক্ত করা।
তবে নেতানিয়াহু বেশ চাপে আছেন। রোববারও তেল আবিবে গাজায় আটক ইসরাইলি সকল বন্দীর মুক্তির জন্য চুক্তি করতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। অবশ্য, উগ্রপন্থীরা এ ধরনের কোনো চুক্তি না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করছে।