বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের একসময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘অল মাই চিলড্রেন’ খ্যাত অভিনেত্রী এস্টা টারব্লাঞ্চ মারা গেছেন।গত ১৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তার মুখপাত্র অ্যানি স্পোলিয়ানস্কি ফক্স নিউজকে নিশ্চিত করেছেন। তবে এখনো তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি। মেডিকেল এক্সামিনারের অফিস বিভাগ অনুযায়ী, মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য তদন্ত চলছে।

অ্যানি স্পোলিয়ানস্কি এক বিবৃতিতে বলেন, এস্টা খুবই দয়ালু, প্রেমময়, দানশীল ও যত্নবান ব্যক্তি ছিলেন। সব মানুষ ও প্রাণীদের প্রতি বেশ যত্নশীল ছিলেন তিনি। তিনি কাঠবিড়ালি ও বিড়াল পুষতেন। নিজে সেসব প্রাণীদের খাওয়াতেন ও দেখাশোনা করতেন।

অভিনেত্রীর মুখপাত্র আরও বলেন, অভিনেত্রী এস্টা উদার এবং সুন্দর ছাড়া আর কিছুই ছিলেন। যে সময় থেকে তার সঙ্গে থাকছি এবং তাকে যতটা জানতে পেরেছি, এ জন্য কৃতজ্ঞ এবং তার চলে যাওয়ায় বিধ্বস্ত আমি।

এস্টা টারব্লাঞ্চ টেলিভিশন সিরিজ ‘অল মাই চিলড্রেন’-এর মাধ্যমে বেশ খ্যাতি লাভ করেছেন। ১৯৯৭ সাল থেকে শোয়ে দেখা যায় তাকে এবং জিলিয়ান আন্দ্রেসি চরিত্রে শতাধিক পর্বে অভিনয় করেন। ২০০১ সালে তার চরিত্রকে হত্যা করা হয় এবং এর এক দশক পর ২০১১ সালে ভূতের চরিত্রের মাধ্যমে পুনরাবৃত্তি হয় তার চরিত্রের।

১৯৭৩ সালে জন্মগ্রহণ করা এস্টা টারব্লাঞ্চ ১৯৯১ সালে মিস টিন সাউথ আফ্রিকার মুকুট লাভ করেন। এরপর অভিনয়ে অভিষেক হয় তার। কয়েকটি সিরিজে অভিনয়ের মাধ্যমে খ্যাতিও লাভ করেন। দক্ষিণ আফ্রিকান এই অভিনেত্রী নিজ দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই থিয়েটারে অভিনয়ের জন্য সমান পরিচিত ছিলেন।