অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগস্ট মহাবিপ্লবের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ঝিনাইদহে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের সম্মানে শনিবার (২৮ সেপ্টম্বর) বিএনপির গণসমাবেশ ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় নির্বাচনি রোডম্যাপ প্রকাশের দাবিও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ছিলো, এখনও আছে-জানিয়ে বলেন, তাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে।
ঝিনাইদহ পায়রা চত্বরের সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ অন্যরা।