স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি’অরে লিওনেল মেসির সঙ্গে রয়েছেন তার দুই ক্লাব সতীর্থ নেইমার ও এমবাপ্পে। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছেন রবার্ট লেভানদোভস্কি। জাতীয় দল সতীর্থ লাওতারো মার্তিনেজও রয়েছেন এই তালিকায়। আর্জেন্টিনার অধিনায়ক হওয়ায় ভোটাধিকার রয়েছে মেসির। আর্জেন্টাইন সুপারস্টার কাকে ভোট দেবেন?
ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে মেসিকে। তবে মেসি কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তর মিলেছে। মেসি ফ্রান্স ফুটবলকে দিয়েছেন সেই উত্তর। তিনি বলেন, ‘আমার দলে এমন দু’জন আছে যাদের আমি সহজেই ভোট দেবো- নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।

এরপর রবার্ট লেভানদোভস্কি, যে একটা দারুণ বছর কাটিয়েছে। এর বাইরে, কারিম বেনজেমাও দারুণ খেলেছে।’
জাতীয় দল ও ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক বছর কেটেছে মেসির। যা অন্যদের চেয়ে এগিয়ে দিয়েছে তাকে। আর্জেন্টাইন সুপারস্টার অবশ্য নিজেকে ফেভারিট ভাবছেন না। তিনি বলেন, ‘এটা কঠিন, কারণ আপনি দলগতভাবে কী করেন, সেটা অনেক বড় একটা বিষয় এখানে। এক সময় এটা বছরের সেরা খেলোয়াড় পেতেন, কিন্তু এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে, দলগত শিরোপা যার বেশি তারই সুযোগ বেশি। এমন কিছু অর্জন এখানে বড় নিয়ামক হিসেবে কাজ করে।’