অনলাইন ডেস্ক : ভারতের আগ্রার তাজমহল বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ই-মেইল বার্তায় এই হুমকি দেয়া হয়। এই হুমকি পাওয়ার পর মঙ্গলবার (০৩ ডিসেম্বর) তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বোমা বা বিস্ফোরক দ্রব্যের খোঁজ পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বোমা মেরে তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এরপরই তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযানে নামে পুলিশ। তবে সেখান থেকে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ।

এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

তাজমহলের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষ শাখা তাজ সিকিউরিটির এসিপি সৈয়দ আরিব আহমেদ বার্তা সংস্থা এএনআইকে জানান, ই-মেইলে তাজমহলে হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ। এই হুমকির ঘটনায় তাজগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।

অবশ্য ভারতে এই ধরনের বোমা হামলার হুকমি নতুন কিছু নয়। বিভিন্ন সময় দেশটির স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। যদিও পরবর্তীতে এসব বোমা হামলার হুমকির বেশিরভাগই ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে।