স্পোর্টস ডেস্ক : লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে এ জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের ৬১ মিনিটে এসে গোলখরা কাটায় রিয়াল। ভ্যালেন্সিয়ার বুকে প্রথম ছুরি চালান বেনজেমা। ম্যাচের শেষ গোলটিও আসে তার কাছ থেকে। বেনজেমার প্রথম গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও।

৭৪তম মিনিটে ভালভার্দেকে তুলে অ্যাসেনসিওকে নামান রিয়াল–বস জিদান। মাঠে নেমে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের স্প্যানিশ এই ফরোয়ার্ড। রিয়ালের ফরাসী ডিফেন্ডার ফার্লেন্ড মেন্ডির বাড়ানো বল নিচু শটে জালে জড়ান অ্যাসেনসিও। ৮৬ মিনিটে দলের তিন নম্বর গোলেও অবদান এই বদলি খেলোয়াড়ের। ডি বক্সে তার বাড়ানো বল নিখুঁত রিসিভিংয়ে পায়ে তোলেন বেনজেমা। এরপর বাকি কাজটা সারেন অনায়াসে।

দলের প্রথম গোলটিও আসে রিয়ালের ফরাসি এই তারকার কাছ থেকে। ম্যাচের ৬১ মিনিটে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে বল ঠিকানামতে পাঠান তিনি। মাঝমাঠে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরা বল হারালে বলের দখল নেন মডরিচ। মডরিচের বাড়ানো বল বেনজেমার দিকে ঠেলে দেনহ্যাজার্ড। হ্যাজার্ডের বাড়ানো বলে ঠিকানা লিখে দেন বেনজেমা।
৮৯ মিনিটে ভ্যালেন্সিয়ার বদলি খেলোয়াড় লি কেং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে ভ্যালেন্সিয়া। দশ জনের ভ্যালেন্সিয়া এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।
এর আগে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায় ভ্যালেন্সিয়া। ভিএআর চেকিংয়ে গোল বাতিল হলে হতাশার চাদরে মুড়ে যায় অতিথিরা। প্রথমার্ধে বলের দখল আর আক্রমণে রিয়াল এগিয়ে থাকলেও দুই দলের গোলরক্ষককেই বেশ কবার পরীক্ষা দিতে হয়।
এ জয়ে ২৯ ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬২। টেবিলের দুই নম্বরে থাকা রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্টের ব্যবধান ২।