অনলাইন ডেস্ক : ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান বৃটেনে পৌঁছেছে আজ। গোপনীয়তা রক্ষার কারণে ওই চালানটি টিকা বিতরণের মূলকেন্দ্র হিসাবে নির্ধারিত এক অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। মূলত সেখান থেকেই বৃটেনের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ফাইজার-বায়োএনটেককে বৃটেন সরকার ৪ কোটি ডোজ টিকার অর্ডার দিয়েছে। যা ২ কোটি মানুষকে দেয়া যাবে বলে জানান দেশটির ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথান ভ্যান-টাম। তিনি বলেন, এ টিকাদান কর্মসূচি যতটা সম্ভব দ্রুত শুরু করতে হবে। সেক্ষেত্রে টিকাদান তালিকার বিষয়ে সবাইকে কিছুটা নমনীয়তা দেখাতে হবে। উল্লেখ্য ফাইজার ও বায়োএনটেকের এই টিকা বেলজিয়ামে তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠনটি তাদের উদ্ভাবিত এই টিকাকে ৯৫ শতাংশ কার্যকর হিসাবে দাবি করেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে গত বুধবার এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় বৃটেন। দেশটির টিকা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থা এমএইচআরএ জানায়, সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ব্যক্তিদের আগামী সপ্তাহ থেকে টিকা দেয়া হবে।