অনলাইন ডেস্ক : বিগত ২৩ শে এপ্রিল ২০২৩ তারিখে প্রেইরি ড্রাইভ পার্ক রেসিডেন্ট গ্রুপ পরিচালিত এবং সিটি অফ টরন্টো এর এন. আই. এ (NIA) গ্রান্টের অর্থায়নে বাগানি ও রেসিডেন্টদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে আদিবাসীদের ভ‚মির প্রতি শ্রদ্ধা জানিয়ে “ল্যান্ড একনলেজমেন্ট” বক্তব্য পাঠ করেন কমিউনিটি সদস্য নাজমা খানম। অতপর রেসিডেন্ট লিডার শাহ মহিউদ্দিন বীজ, সার এবং চারা বিতরণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং করণীয় সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বাগানি ও কমিউনিটির সদস্যগণের আগ্রহের কথা চিন্তা করে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা ঘোষণা করেন।
অনুষ্ঠানে আগত গণ্যমান্য ব্যক্তিগণের মাঝে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার আনার দিলারা, আফরোজা বেগম, নাজমুল হক এবং ক্লাইমেট চ্যানেলের (Climate Channel) সিইও (CEO) সঞ্জয় চাকী। আগ্রহী বাগানি ও অন্যান্য কমিউনিটি রেসিডেন্টবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন গার্ডেন কো-অর্ডিনেটর হাবিবুর রহমান, জাবের হোসেন, রেসিডেন্ট গ্রুপ সদস্য রবিউল ইসলাম, মাইনুল চৌধুরী এবং সাব্বির বখতিয়ার। অনুক‚ল আবহাওয়া এবং অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বিতরণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। সবশেষে উপস্থিত অতিথিদের মাঝে সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং অংশগ্রহণকারীদের আগ্রহ ও উদ্দীপনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।