অনলাইন ডেস্ক : এই বিজয়ের মাসেই আসছে কবি ও গীতিকার সুহেল ইবনে ইসহাকের পরবর্তী গান ‘পিরিতি’। এস.টি.ভি. চ্যানেল এর পরিবেশনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সাগর বাউল, মিউজিক কম্পোজিশনে রয়েছেন মুন্সী জুয়েল।
গানটির ব্যাপারে সুহেল ইবনে ইবনে ইসহাক জানান, “সৃষ্টির সেরা মানুষ হিসেবে আমরা অনেকেই আসল- নকল না বুঝে, জীবনের হিসেবে না কষে মহান আল্লাহর অশেষ নিয়ামত “পিরিতি” বা প্রেমকে সঠিকভাবে চিনতে পারিনি । অনেকেই ভালো করে না জেনে , সঠিকভাবে সাধন না করে, হৃদয়ে ধারণ না করে প্রেমের অপচর্চা করে যাচ্ছি। যে মহান বিধাতা আমাদের হৃদয়ে প্রেম দিয়েছেন, তাঁর প্রশংসা করে, আদেশ নির্দেশ মান্য করে, হৃদয়ে সততার বসতি গড়ে, তাঁরই প্রার্থনায় নিহিত প্রেমের সঠিক সাধনা। এই বিষয়কে উপজীব্য করেই ‘পিরিতি’ নামক গানটি রচনা করা হয়েছে।”
গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের নিকট লোকগানের অতি পরিচিত শিল্পী, বাউল গানের যুবরাজ- সাগর বাউল।
মিউজিক কম্পোজিশনে রয়েছেন স্বনামধন্য মিউজিক কম্পোজার মুন্সী জুয়েল। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিও চিত্র ধারণ করে একটি মুগ্ধকর ও ভাললাগার উপযোগী করে গানটি সুস্থধারার সঙ্গীতপ্রিয় দর্শক ও শ্রোতাদের জন্য তৈরী করা হয়েছে।
গানের শিল্পী সাগর বাউল জানান, “গানের কথা শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে। ‘পিরিতি’ গানটি হবে সঙ্গীতপ্রিয় দর্শক শ্রোতাদের জন্য একটি ব্যতিক্রম ধর্মী পরিবেশনা, আশাকরি সবার ভালো লাগবে।”
গানের মিউজিক কম্পোজার মুন্সী জুয়েল গানটির ব্যাপারে বলেন, “প্রবাসে থেকেও বাংলাগানের প্রতি সুহেল ইবনে ইসহাক ভাইয়ের ভালোবাসা খুবই প্রশংসনীয়। গানটি আমরা খুবই উপভোগ করে মিউজিক করেছি। আর সাগর বাউল হৃদয়ের সকল আবেগ দিয়ে খুব সুন্দর করে গানটিতে কণ্ঠ দিয়েছেন। আশা করি খুব ভালো একটা কিছু হবে।”
মহান বিজয়ের মাসেই STV Channel-এ মুক্তি পাবে ‘পিরিতি’ শিরোনামের এই গানটি ।