অনলাইন ডেস্ক : মহামারিতে যখন বিশ্বে অর্থনৈতিক সংকট চলছে, তখন বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১২ দিনেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে আসেনি।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক মাসে ১২ দিনে ১০৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ, ১ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলার।

যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় আট হাজার ৯৫৪ কোটি টাকার বেশি। এখানে ডলার প্রতি ৮৪ টাকা ধ‌রা হয়েছে।

এর আগে কখনো এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ বিলিয়ন ডলারেরও বেশি। এর আগে মাত্র ১২ দিনে কখনও এতো রেমিট্যান্স অর্জিত হয়নি।

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স অর্জিত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘অপ্রত্যাশিত কোভিড-১৯-এর প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। এই সময় আমাদের রেমিট্যান্স যোদ্ধারা কষ্ট করে অর্থ পাঠিয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’