অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য ও হাউস অব ফরেন কমিটির র্যাংকিং গ্রেগরি মিকস।

আজ বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের বিবৃতি শেয়ার করে তিনি এই আহ্বান জানান।

গ্রেগরি মিকস বলেন, ‘সহিংসতার জন্য দায়ী ও ভোটের পরিবেশ বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনার যে আহ্বান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আমি তা সমর্থন করি।’

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য আরও বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’