অনলাইন ডেস্ক : গত ১৯ শে মে ২০২৩ ইংরেজী তারিখে সিলেটে নারী সমাজের উন্নয়নের জন্য আত্ম কর্ম সংস্থানের অংশ হিসাবে ১০ জন দু:স্থ গরীব অসহায় নারীকে বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো কতৃক ১০ টি সেলাই মেশিন প্রদান করা হয় । মহালয় উদযাপন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম প্রণব দেবনাথের সভাপতিত্বে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডঃ রমা বিজয় সরকার ছিলেন প্রধান অতিথি।
বিশেষ অতিথি অধ্যাপক বিজিত কুমার দে সহ উপস্থিত সুধীবৃন্দ বক্তব্য রাখেন । বক্তারা বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো এর ভুয়সী প্রশংসা করেন । উক্ত সেলাই মেশিন প্রদানে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন টরেন্টো থেকে প্রফেসর অব: বিদ্যুৎ দে, সুদীপ সোম রিংকু, আশিষ পাল, হিমাদ্রী রায় সন্জীব, সুকমল রায়, বিশু চৌধুরী, সুমিত রায়,জয়ন্ত পাল, ইন্দ্রজিৎ মিত্র, চন্দন লাল দে।
ভবান ভিলি থেকে Valerie keal, Don cobourg, ব্রাক্ষনটন থেকে প্রফেসর অব: কল্যাণ সোম, বিকাশ দে পান্না, মন্ট্রিল থেকে পরিতোষ চক্রবর্তী, (স্বপন), অসীমাবো বিশ্বাস (বাপ্পী), মেনিটোবা থেকে অনিন্দ কাব্য এবং usa Atlanta থেকে নিশি কান্ত দাস।
বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো এর প্রেসিডেন্ট এডভোকেট নিরজ্ঞন দাস, সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাশগুপ্ত, সমন্বয়কারী খোাকা পাল, সজল চৌধুরী, বিশু চৌধুরীসহ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো সকল সদস্যবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।