অনলাইন ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যfপক ড. মুহম্মদ ইউনূস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেয়ার পথ থাকবে না। এমন সুযোগ বারবার আসে না, উল্লেখ করে পচা দেশকে তরতাজা বাংলাদেশে পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি।
তৈরি পোষাক খাতকে বর্তমান সরকারের আমলেই বিশ্বের এক নম্বরে নিয়ে যাওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া শ্রমিক-মালিক সম্পর্ক ঠিক করার পাশাপাশি আইএলও কনভেনশনে সাক্ষরের আশাবাদও জানান অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সাথে সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্ট। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বর অব কমার্স আইসিসিবি এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষসহ শিল্পখাতের পরিস্থিতি তুলে ধরা হয়। কারখানার নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদদপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সবরকমের সহযোগিতার প্রত্যয় ব্যাক্ত করে আইসিসিবি। অনুষ্ঠানে বক্তব্যে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহবানও জানান ড. মুহাম্মদ ইউনূস।