অনলাইন ডেস্ক : ৩১ ডিসেম্বর যে সব রেস্টুরেন্টকে জোর করে তাদের ডাইনিং রুম বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে কুইবেক সরকার। যোগ্য রেস্টুরেন্টগুলো ১০ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পাবে বলে জানানো হয়েছে। গত বুধবার প্রাদেশিক অর্থমন্ত্রী পেইরি ফিজগিবনের অফিস থেকে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফ্রাসোয়া লেগোর নেতৃত্বাধীন কুইবেক প্রশাসন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ৩০ ডিসেম্বর রাতে পরদিন থেকে রেস্টুরেন্টের ডাইনিং রুম বন্ধ রাখার ঘোষণা দেয়। আকস্মিক ওই ঘোষণায় রেস্টুরেন্ট মালিকেরা বিপুল ক্ষতির মুখে পড়েন। থার্টিফাস্ট উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া অনেক রেস্টুরেন্ট সরকারি নির্দেশে বিপাকে পড়ে। অর্থমন্ত্রীর অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব রেস্টুরেন্ট সরকারি ওই ঘোষণায় সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ১০ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হবে। অর্থমন্ত্রী বলেন, যে সব রেস্টুরেন্ট তাদের অবিক্রিত খাবার নষ্ট না করে বিভিন্ন ফুড ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, তারা ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এছাড়া মহামারীকালে রাজ্যজুড়ে যে সব রেস্টুরেন্ট ও বার বন্ধ রাখা হবে তাদের ভাড়া, বীমা, কর ও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খরচ মেটাতে সরকার সহায়তা করবে। সূত্র : রেডিও কানাডা