অনলাইন ডেস্ক : টরন্টোর বৃহত্তম সমাজসেবা সংস্থা উডগ্রিন কমিউনিটি সার্ভিসেস গত ১৩ এপ্রিল, বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা প্রবীণ নাগরিকদের জন্য ৫০টি সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট তৈরি করতে যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে কাজ শুরু করার বিষয়ে আশা প্রকাশ করেছে সংস্থাটি। সমাজসেবা সংস্থা উডগ্রিন কমিউনিটি সার্ভিসেস বলেছে যে, আট তলা বিশিষ্ট আবাসিক ভবনটি টরন্টোর রিভারডেল এলাকার ৬০ বোডেন স্ট্রিটে নির্মাণ করা হবে।
ভবনের ইউনিটগুলো শুধুমাত্র ৫৯ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্মাণ করা হবে। জনসংখ্যা বিষয়ক একটি সংস্থার ভাষ্য মতে, প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বর্ধনশীল গোষ্ঠীগুলোর মধ্যে একটি যাদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা থাকা প্রয়োজন। উডগ্রিনের নির্বাহী পরিচালক তেরেসা ভাসিলোপোলোস বলেছেন, বয়স্করা হাসপাতালের বাইরে থাকার জায়গা খুঁজে পেতে সত্যিই লড়াই করছে।
এই ইউনিট আসলে তাদের নিজস্ব স¤প্রদায়ের মধ্যে ৫০টি আবাসন ইউনিট সরবরাহ করবে যাতে প্রবীণরা নিরাপদে, মর্যাদার সাথে এবং উচ্চ মানের আবাসনে বসবাস করতে পারে। উচ্চ মূল্যস্ফীতি এবং একটি ব্যয়বহুল হাউজিং মার্কেট বাসিন্দাদের আবাসনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়ার প্রেক্ষিতে উডগ্রিন কমিউনিটি সার্ভিসেস -এর পক্ষ থেকে এমন ঘোষণা আসলো।
সংস্থাটি বলেছে, মহামারী চলাকালীন প্রবীণরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোষ্ঠীগুলোর মধ্যে একটি ছিল, সে সময়ের পরিস্থিতি তাদের খাদ্য, আর্থিক নিরাপত্তাহীনতা এবং বিচ্ছিন্নতার ঝুঁকিতে ফেলেছে। ইউনিটগুলো যেখানে তৈরি করা হবে সেটি বর্তমানে ড্যানফোর্থ ব্যাপটিস্ট চার্চের বাড়ি।
বর্তমানে ধর্মসভা অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে। উডগ্রিন বলেছে, ভবনটি নির্মাণের পর বিল্ডিংটিতে গির্জার পরিষেবাগুলোর জন্য জায়গা থাকবে। তাছাড়া একটি বাণিজ্যিক রান্নাঘর এবং আশেপাশের স¤প্রদায়কে সেবা দেয়ার জন্য একটি ফুড ব্যাংক রাখা হবে।
টরন্টো-ড্যানফোর্থের এমপি জুলি ডাব্রুসিন বলেছেন, তিনি প্রকল্পটি নিয়ে উচ্ছ¡সিত। বিশেষ করে উডগ্রিন থেকে এটি জানার পর যে, টরন্টো কমিউনিটি হাউজিংয়ের জন্য অপেক্ষা তালিকায় থাকা প্রায় এক-তৃতীয়াংশ প্রবীণরা ১০ বছর বা তারও বেশি সময় ধরে অপেক্ষমান অবস্থায় রয়েছেন।
এটি সত্যিই আপনাকে এই ধরণের আবাসনের গুরুত্ব এবং জরুরী প্রয়োজনের বিষয়টি সামনে নিয়ে আসে যা আমরা এখানে নির্মাণ করছি, ডাব্রুসিন বলেছেন। উডগ্রিন কমিউনিটি সার্ভিসেস বলছে যে, এই প্রকল্পে স্বাস্থ্য ও সুস্থতার সহায়তায় সম্পূর্ণ এক-বেডরুম এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকবে। যেমন : ব্যক্তিগত সহায়তা কর্মীদের প্রবেশাধিকার এবং বিনোদনমূলক কার্যক্রম, সেইসাথে সাধারণ স্থান এবং সুযোগ-সুবিধা ইত্যাদি।
এই উন্নয়ন উডগ্রিন কমিউনিটি সার্ভিসের বৃহত্তর পরিকল্পনার অংশ যা এক দশকের মধ্যে ৩ হাজার ইউনিট সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। এবং এই পরিকল্পনার প্রায় অর্ধেক সম্পূর্ণ হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
প্রকল্পের ঘোষণার অংশ হিসাবে উডগ্রিন জানিয়েছে যে, তারা টরন্টোতে আবাসনের অপূরণীয় চাহিদা মোকাবেলার জন্য ২৫ মিলিয়ন কানাডিয়ান ডলার সংগ্রহের আশা করছে, বিশেষ করে টরন্টোর প্রবীণ, যুবক, নতুন, নারী, গৃহহীন এবং যারা বেকার তাদের জন্য।
টরন্টো-ভিত্তিক দাতব্য সংস্থা দ্য স্প্রট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪ মিলিয়ন ডলার অনুদান গ্রহণের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার উডগ্রিনের ক্যাম্পেইনটি শুরু হয়। এতে গৃহহীনতা এবং খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় ওপর জোর দেয়া হয়েছে। উডগ্রিনের ৮৬ বছরের কার্যক্রমে এটাই সবচেয়ে বড় ব্যক্তিগত দান।
ফাউন্ডেশনের জুলিয়ানা স্প্রট বলেন, এটি একটি অযৌক্তিক বিষয় যে অনেক প্রবীণ দারিদ্র্যের মধ্যে পড়ছে এবং এই সাশ্রয়ী মূল্যের আবাসন কমপ্লেক্স এর প্রয়োজন রয়েছে। আমরা আশা করি আমাদের বিনিয়োগ অন্যদেরকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে… এগিয়ে যাওয়ার জন্য আমাদের যোগ্য লোক দরকার। এখন না হলে, কখন? আমরা একটি সংকটে আছি। অনুদানের পাশাপাশি, আবাসন প্রকল্পটি কানাডা মর্টগেজ এবং হাউজিং কর্পোরেশনের দ্রুত আবাসন উদ্যোগের দ্বারাও সমর্থিত হয়েছে।
প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক এবং হেলথ জাস্টিস কর্মী ডাঃ নাহিদ দোসানি বলেছেন, এই ধরণের প্রকল্প আগামী বহু বছর ধরে স¤প্রদায়ের জন্য বিশাল এবং ইতিবাচক প্রভাব ফেলবে। এটি সঠিক লক্ষ্যের দিকে একটি সত্যিই দুর্দান্ত পদক্ষেপ। এটি কেবল শুরু – আমাদের এরকম আরও অনেক ঘোষণা দরকার, তিনি বলেন। সূত্র : সিবিসি নিউজ