অনলাইন ডেস্ক : পুঁজিবাজার চাঙ্গা করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য কাজ করবে সরকার। অর্থনীতি শক্তিশালী হলে পুঁজিবাজার এমনিতেই চাঙ্গা হবে।
শুক্রবার (১২ জুন) সরকারের ২০২০-২১ অর্থবছরের বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর অথনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সদস্য ড. সামসুল আলম, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহম্মদ রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার চাঙ্গা করা সরকারের কাজ নয়।দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য কাজ করবে সরকার। অর্থনীতি শক্তিশালী হলে পুঁজিবাজার এমনিতেই চাঙ্গা হবে।’
তিনি বলেন, ‘সরকার পুঁজিবাজারকে চাঙ্গা করতে বিভিন্নভাবে সহায়তা করছে। আমরা অনেক প্রভিশন রেখেছি, যা বিশ্বে বিরল। বিশ্বের কোনও দেশ পুঁজিবাজারকে চাঙ্গা করতে এত প্রভিশন রাখেনি।’
অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজার করোনার কারণে পড়েনি। পুঁজিবাজার পড়ে যাওয়ার পেছনে অনেক কারণ আছে, যা আপনারাও জানেন। তাই পুঁজিবাজার পড়ে যাওয়ার গভীরে যাওয়া দরকার।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কোনও সরকারই চায় না দেশের টাকা বাইরে যাক। দেশের টাকা যাতে পাচার না হয়, সেজন্য অনেক আইন আমরা করেছি। প্রয়োজন হলে আরও করবো। আমরা চাই, নিজেদের টাকা নিজের দেশেই থাকুক।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বিভিন্ন অজুহাতে যারা এদেশে ব্যবসা করতে চান না, তারা ভালো না লাগলে এদেশ থেকে একেবারেই চলে যাক।’