বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের জনপ্রিয়তা শুধু তার দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এই ভক্তরা নিয়মিত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখেন, অভিনেত্রী কোথায় যাচ্ছেন, কী করছেন—সব খবরেই আগ্রহী থাকেন তারা। তবে ভারতীয় অনুরাগীদের প্রতি এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন হানিয়া। পাকিস্তানি ভক্তদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, কয়েকদিন আগে হোলি উপলক্ষ্য ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। তার কপালে ছিল কমলা রঙের টিপ। ছবিটি প্রকাশ করে হোলির শুভেচ্ছা জানিয়ে ক্যাপশন তিনি লিখেছিলেন, একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।

এই পোস্ট দেখে ভারতীয় ভক্তরা হানিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। কিন্তু এটি মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তানের একাংশ। তাদের প্রশ্ন, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরতে পারেন? কেউ কেউ অভিযোগ তুলেছেন, বলিউডে জায়গা করে নিতে ভারতীয়দের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন হানিয়া। এক পাকিস্তানি নেটিজেন মন্তব্য লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন।

তবে সবাই সমালোচনায় মেতে ওঠেননি। হানিয়ার পাশে দাঁড়িয়ে একজন লিখেছেন, এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।

প্রসঙ্গত, হানিয়াকে শেষবার দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’-এ। ভারতের দর্শকদের মধ্যেও এই নাটকটি বেশ জনপ্রিয়।