স্পোর্টস ডেস্ক : দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজি পাড়ি জমিয়েছিলেন নেইমার। ফরাসী এই ক্লাবে আসার পর থেকেই নানা কারণে বিতর্ক যেন নিত্যসঙ্গী ব্রাজিল সুপারস্টারের। সর্বশেষ রিয়ালের বিপক্ষে হেরে দলের গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমার সঙ্গে বিবাদে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও নেইমার সেটি অস্বীকার করেছেন। তবে এর চেয়েও বড় বিপদে পড়তে যাচ্ছেন তিনি।

প্রত্যাশার দাবি মেটাতে না পারায় নেইমারের ওপর বিরক্ত পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তাই আগামী মৌসুমে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দলটি।

নেইমারের বিতর্কিত জীবনযাপন নিয়ে প্রায়ই সমালোচনার ঝড় উঠে। তার লাগামছাড়া চালচলনের কারণে পিএসজির ক্ষতিও কম হচ্ছে না। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় দলে থাকা সত্ত্বেও প্যারিসিয়ানরা এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ব্যর্থ হলো। গত বুধবার, রিয়ালের বিপক্ষে তিনি ও মেসি মিলেও পিএসজির বিদায় থামাতে পারেননি। ফলে তার পেছনে এত বিশাল অঙ্কের অর্থ খরচ করাকে এখন ক্লাবটি ‘অপচয়’ মনে করতে শুরু করেছে।

ব্রাজিল সুপারস্টারের পেছনে প্যারিসের দলটির ট্রান্সফার ব্যয় ছিল ২২ কোটি ২০ লাখ ইউরো। কিন্তু এত পরিমাণ অর্থে ৩০ বছর বয়সী নেইমারকে কোনো ক্লাব কিনতে রাজি হবে না। ‘মার্কা’ দাবি করেছে, সর্বোচ্চ দর হাঁকানো ক্লাবের কাছেই বিক্রি করে দেওয়া হবে নেইমারকে। সেই দর যদি ১০ কোটির কাছাকাছিও হয়, তাতেও নাকি আপত্তি নেই ক্লাবটির!