অনলাইন ডেস্ক : ধর্ষণ, নারী নির্যাতনের বিচার চেয়ে আন্দোলন হচ্ছে সারা দেশে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও দাঁড়িয়েছেন নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা আগেই ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।
এবার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ওয়ানডে খেলে যাওয়ার ঘোষণা দেওয়া মাশরাফি বিন মর্তুজা নারীর প্রতি সম্মান দেখানোর আহ্বান করেছেন। ধর্ষক জঘন্য, তাদের কোন পরিচয় নেই বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না।
আপনার স্ত্রীকে নিয়ে যখন ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না।
আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’