রুমা বসু
জীবনে যা চেয়েছি তার কিছুই হয়তো পাইনি
জীবন থেকে যা পেয়েছি তার কিছুই হয়তো চাইনি
জীবনে যাদের ভালোবেসেছি, তারা কেউই হয়তো আমায় ভালোবাসেনি
জীবন যাদের ভালোবাসায় ভরে উঠেছে তাদের হয়তো
তেমন করে ভালোবাসতে পারিনি
কত মানুষ অকপট বন্ধুত্বে সাহায্যের হাত দিয়েছে বাড়িয়ে
আবার কত কপট বন্ধু প্রয়োজনে হাত নিয়েছে ছাড়িয়ে
কত মানুষের মনের সৌন্দর্য আলোকিত করেছে চারদিক
কত লোকের মনের কালিমা ছাপিয়ে গেছে তার যত সৌন্দর্য্য বাহ্যিক
কত অমাবশ্যার রাত আলোকিত হয়েছে নির্মল আনন্দে
আবার কত পূর্ণিমার চাঁদনী বিষময় নীল হয়েছে নিরানন্দে
এক ছাদের তলায় থেকেও কেউ কেউ রয়ে গেছে চির অপরিচিত
লক্ষ যোজন দূরে থেকেও কোন কোন মন হয়েছে সবচেয়ে পরিচিত
মনের গোপন কুঠুরীতে সংগোপনে থাকে হয়তো জীবনের সবচেয়ে বড়ো ব্যথা
আবার ছোটো একটা কষ্টকেও মানুষ প্রকাশ করে দেয় বলে কত কথা
মানব জীবন গড়ে ওঠে না শুধুই সাদা কালো রঙ দিয়ে
ধুসরতা ছিটিয়ে থাকে মানব জীবনের অনেকটা নিয়ে
রক্তের সম্পর্ক দিয়ে শুধু গড়া যায় না মানুষের সম্পর্কের ভিত
মনের সম্পর্কই হলো জীবন গড়ার সবচেয়ে সুমধুর গীত\
অটোয়া, কানাডা