অনলাইন ডেস্ক : সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতন হয়েছে এক মাসেরও বেশি সময়। ১৩ বছরের দীর্ঘ বিপ্লবের সমাপ্তি ঘটেছে সরকার পতনের মাধ্যমে। বিষয়টি লাখ লাখ সিরিয়দের জন্য আশার আলো। তারা ন্যায়বিচার, স্বাধীনতা এবং মর্যাদার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। সিরিয়া রিলিফের কান্ট্রি ডিরেক্টর ইয়ারুব আসফারি সিরিয়াকে পুনর্গঠনে ঠিক কী প্রয়োজন সে বিষয়ে আল জাজিরাতে নিজের মতামত দিয়েছেন।
মাত্র কয়েক সপ্তাহে সিরিয়ায় অনেক পরিবর্তন হয়েছে। বছরের পর বছর ধরে দেশটির বেশিরভাগ অংশে উপস্থিতি থেকে বিরত থাকার পর, সিরিয়া রিলিফ/অ্যাকশন ফর হিউম্যানিটি দামেস্কে একটি আনুষ্ঠানিক অফিস প্রতিষ্ঠা করেছে। জীবনের বেশিরভাগ সময় তুর্কিতে কাটানো আসফারির একজন সহকর্মী সিরিয়ার রাজধানীতে নিজ বাড়িতে ফিরে জীবন পুনর্নির্মাণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ইয়ারুব আসফারি লিখেছেন, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু যে তার পরিবারকে এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় দেখেনি, সে তার নিজ শহর হোমসে ভ্রমণ করতে এবং তার প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত হতে সক্ষম হয়েছে সরকার পতনের পর। তবে সিরিয়াকে স্বাধীন এবং শান্তিতে দেখার অপ্রতিরোধ্য আনন্দের মধ্যে, সামনে যে বিশাল চ্যালেঞ্জগুলো রয়েছে তার উপলব্ধিও রয়েছে। সিরিয়ার বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির বাস্তবতাও ভয়ঙ্কর।
গত ১৩ বছরের অবর্ণনীয় দুর্ভোগ, ধ্বংস এবং বাস্তুচ্যুতি রাতারাতি মুছে ফেলা যাবে না। রাস্তা, পাওয়ার গ্রিড এবং পানির পাইপলাইনসহ প্রয়োজনীয় অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বাণিজ্য ও সরবরাহ চেইন ব্যাহত থাকায় অর্থনীতিও বিপর্যস্ত।
সিরিয়ার শিক্ষা ব্যবস্থা দেশের অনেক অংশে প্রায় পতনের মুখোমুখি, অনেক স্কুল হয় ধ্বংস হয়ে গেছে বা এখনও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউনিসেফের মতে, দুই দশমিক ৪ মিলিয়নেরও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। এছাড়া এক মিলিয়ন ড্রপ আউট হওয়ার ঝুঁকিতে আছে। যা শিশুশ্রম এবং বাল্যবিবাহের মতো নেতিবাচক সমস্যা বাড়িয়ে দিতে পারে।
বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা নিশ্চিত করলে পুরো প্রজন্মের নিরক্ষরতার ক্ষতি রোধ করা যায়। তবে এটাও লক্ষ করা গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক সুযোগ-সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
ল্যান্ডমাইন এবং যুদ্ধের অন্যান্য বিস্ফোরক অবশিষ্টাংশ সিরিয়ার পুনরুদ্ধারের আরেকটি গুরুত্বপূর্ণ বাধা। এসব অবিস্ফোরিত বস্তুগুলো যেকোনো মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে, বিশেষ করে শিশুদের জন্য এগুলো বড় হুমকি। দেশটিতে শুধুমাত্র গত মাসেই খনি সংক্রান্ত ঘটনার কারণে ১২ শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়েছে। সিরিয়ার জনসংখ্যার অর্ধেক এখন ল্যান্ডমাইন দ্বারা দূষিত এলাকায় বাস করে। বাস্তুচ্যুত লোকেরা যখন বাড়ি ফিরতে শুরু করেছে, তখন এই বিস্ফোরকগুলোর দ্বারা সৃষ্ট বিপদকে উপেক্ষা করা যায় না।
এসব পরিপ্রেক্ষিতে সিরিয়ার শরণার্থীদের আশ্রয়দানকারী কয়েকটি দেশের আশ্রয়ের আবেদন স্থগিত করেছে। এসব সিদ্ধান্ত বেশ উদ্বেগজনক। যদিও সিরিয়ানরা তাদের দেশে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না। কারণ এখানেই তাদের বাড়ি, এবং তারা এটি পুনর্নির্মাণের অংশ হতে চায়। কিন্তু সিরিয়া এখনো বড় মাপের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত নয়। আয়োজক দেশগুলোকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না নাগরিকদের ফেরা নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই হতে পারে। এই সময়ের মধ্যে, তাদের পুনরায় প্রবেশ প্রত্যাখ্যান করার ভয় ছাড়াই পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সিরিয়ানদের সাময়িকভাবে ফিরে যাওয়ার অনুমতি দেয়া উচিত।
সিরিয়ার শরণার্থীদের ব্যাপকভাবে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হওয়ার জন্য, এমন অনেকগুলি ক্ষেত্র রয়েছে যেখানে এটির বাইরের সমর্থন প্রয়োজন। প্রথমত, আন্তর্জাতিক দাতাদের সিরিয়ার জরুরী মানবিক চাহিদা মেটাতে অতিরিক্ত সম্পদ জোগাড় করতে হবে। ২০২৪ সাল পর্যন্ত, ১৬ দশমিক ৭ মিলিয়ন মানুষের সহায়তার প্রয়োজন ছিল। যা ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এছাড়া খাদ্য ঘাটতি মোকাবিলা করতে, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যেতে সহায়তা করতে এবং প্রয়োজনীয় আশ্রয় ও স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য তহবিলের প্রয়োজন। স্থানীয় এবং জাতীয় সংস্থাগুলো, যারা তাদের কার্যকারিতা প্রমাণ করেছে তাদের অবশ্যই নমনীয় প্রক্রিয়াগুলোর সাথে তহবিল বিতরণে অগ্রাধিকার দিতে হবে। যা ক্রমাগত পরিবর্তিত পরিস্থিতিতে একটি অভিযোজিত প্রতিক্রিয়ার জন্য অনুমতি দেয়।
দ্বিতীয়ত, সিরিয়ার শিশুদের শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। একটি সম্পূর্ণ প্রজন্ম যাতে শিক্ষার সুযোগ হারাতে না পারে সেজন্য শিশুদের জন্য নিরাপদ শিক্ষার স্থান প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক।
তৃতীয়ত, রাজনৈতিক পুনর্বাসন প্রক্রিয়ায় সিরিয়ার সাহায্য প্রয়োজন। আগের শাসনামলে লাখ লাখ মানুষ রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছে। নির্যাতন এবং বলপূর্বক গুম থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের অবশ্যই বিশেষ যত্ন নিতে হবে। পাশাপাশি নিখোঁজ ও মৃতদের পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আন্তর্জাতিক আদালত বা ক্রান্তিকালীন বিচার ব্যবস্থার মাধ্যমে আল-আসাদের সরকার কর্তৃক সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে সিরিয়ারও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। জবাবদিহিতা বজায় রাখার জন্য এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চতুর্থত, সিরিয়া নিষেধাজ্ঞার মধ্যে থাকা অবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধার এগোতে পারে না। দামেস্কের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক সম্পৃক্ততা এবং অর্থনৈতিক বিধিনিষেধের পুনর্মূল্যায়ন হতে হবে। নিষেধাজ্ঞা মানবিক সহায়তা প্রদান এবং পুনর্গঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
পঞ্চমত ল্যান্ডমাইন ক্লিয়ারেন্স এবং অবিস্ফোরিত অস্ত্র অপসারণে সিরিয়ার সহায়তা প্রয়োজন। বাস্তুচ্যুত সিরিয়ান যারা তাদের বাড়িতে ফিরে যেতে চায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে বছরের পর বছর অন্ধকারের পর অবশেষে সিরিয়ানরা আলো দেখতে পাচ্ছেন। সিরিয়ার ভবিষ্যৎ তাদের হাতে, কিন্তু বিশ্ব সম্প্রদায়ের সংহতি এবং সহযোগিতা অপরিহার্য। যাতে তারা জরুরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। একসাথে তাদের সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করতে হবে, যাতে এটি আগের চেয়ে আরও শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক এবং আরও ঠিক হয়ে উঠতে পারে।