অনলাইন ডেস্ক : ফিলিপাইনে এক কেজি মাংসের চেয়েও সমপরিমাণের পিঁয়াজের দাম বেশি! এই মসলাজাতীয় বস্তু তাই হয়ে উঠেছে বিলাসী পণ্য। দেশটির দৈনিক ন্যূনতম মজুরির চেয়েও বেশি পিঁয়াজের দাম।
এক ব্যবসায়ী সংবাদমাধ্যম বিবিসেকে বলেছে, ‘কোনো পিঁয়াজ জমা নেই। সব রেস্তোরাঁতেই পিয়াজ সঙ্কট। সবজায়গাতেই একই দৃৃশ্য।’
কর্তৃপক্ষের দেওয়া হিসাব মতে গত মাসে ফিলিপাইনে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৭০০ পেসোতে। ডলারে যার মূল্য ১২.৮০।
যদিও চলতি মাসে সেই দাম কিছুটা কমেছে। তারপরও এখনও পিঁয়াজ আছে বিলাসি পণ্যের তালিকাতেই।
এক পিৎজা বিক্রেতা জানিয়েছেন, আগে তিনি ৩ কেজি পিঁয়াজ কিনতেন আর বর্তমানে দামে কুলাচ্ছে না। তাই মাত্র আধা কেজি পিঁয়াজ কিনেই তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
পিঁয়াজের এই দাম বৃদ্ধিতে এক বিয়ের কনে পিঁয়াজকেই বানিয়েছেন তার অঙ্গসজ্জার অনুসঙ্গ। ওই কনের দাবি, বিয়ের সাজে ফুল ব্যবহার করলে তা ফেলে দিতে হবে আর পিঁয়াজ তো পরেও ব্যবহার করা যাবে। এতে সাজ ও খরচ দুই কমবে।
সূত্র: বিবিসি